সম্পাদকীয়

 

ট্রেনে করে এ দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেলে কেমন অবাক বিস্ময় জাগে । একে একে বদলে যায় মাটির রঙ, গাছের সবুজের শেড । রাতের অজানা স্টেশন পার হয়ে যায় টিমটিমে আলো মেখে, দূর পাহাড়ে দিওয়ালির প্রদীপ জ্বলে, পাহাড়ের গা বেয়ে নেমে আসা রুমঝুম ঝর্ণার ধ্বনি হারিয়ে যায় রেলগাড়ীর ঝমাঝম চাকার আওয়াজে, সে যেন আজব অর্কেষ্ট্রা । এই দেখা গেল সবুজের ঢেউ, পরক্ষণে লাল মাটির উদ্দাম উপস্থিতি, তারপরই বিশাল এক নদী ভরা বর্ষায় উপচে ওঠা জলের রূপ নিয়ে আবেদনময়ী ।
জীবনের ক্যানভাসের চলন্ত ছবির স্ক্রীন রেলগাড়ীর জানালা ।

ইন্দ্রাণী ঘোষ

Spread the love

You may also like...

error: Content is protected !!