সম্পাদকীয়

এই শহরে বৃষ্টি এসেছে । এমন়ই বৃষ্টির দিন পথে পথে আমার মৃত্যুর দিন মনে পড়ে । শ্রাবণ মানেই এক কবির মৃত্যু বার্ষিকী । আর এক বসন্তে আরেক কবির চলে যাবার দিন । একজন বলেন ‘মরন বলে আমি তোমার জীবন তরী বাই ‘ আরেক কবি একেবারে উলটো পথে হেঁটে বলেন ‘যেতে পারি কিন্তু কেন যাব ? ‘
এক কবি লেখেন বিশ্বসত্তায় লীন হবার কথা , আরেক কবি অন্তরের কপাটে কড়া নেড়ে শুধোয় ’অবনী বাড়ি আছ ?’
রবির আলোর উলটো পথে হেঁটেও চাইবাসার পূর্ণীমার রাতে এক কবির উদাত্ত কন্ঠ গেয়ে ওঠে আরেক কবির গান ।
আর তারপর এই শ্রাবণ মাসের বাদলা হা়ওয়া আর ফেলে আসা ফাগুনের হাওয়া একসাথে মিলে যায় অনন্তে ।
ইন্দ্রাণী ঘোষ