মার্গে অনন্য সম্মান ইন্দিরা দত্ত (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১১১
বিষয় – ভৌতিক
ভৌতিক মায়াজালে
নিশিরাতে বেল গাছে ভূত এসে দোল খায়,
শিশুদের একা পেলে ধরে ঘাড় মটকায়, ঠেলাঠেলি করে সবে যাবে তারা বহুদূরে
ভোর রাতে নিশি ফেরে গেয়ে গান নাকী সুরে।
ভৌতিক মায়াজালে রূপ তারা বদলায়,
কখনো বা ভূত সাজে কখনো বা খালি গায়,
মাঝরাতে গান গায় ওরা সব নিশাচর, খোকা-খুকু দেখে যদি বলে ওরা ধরধর।
অশরীরী আত্মারা কেঁদে কেঁদে কথা বলে,
কাঁচা মাছ ধরে খায় সারাদিন নদী জলে,
আঁধারের রাতে ওরা দেখা যায় পাড়াময়,
ঠকঠক করে কাঁপে দেখলেই লাগে ভয়
।
সাহেবের ভাঙাচোরা বাংলোতে ওরা থাকে,
নিশিরাতে শিশুদের শিস দিয়ে ওরা ডাকে,
রামনাম শুনলেই ভূতেদের ভয় লাগে,
পিলেটা যে চমকায় নিশি রাতে ওরা জাগে।