মার্গে অনন্য সম্মান ইন্দিরা দত্ত (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৯৫
বিষয় – রথযাত্রা

রথযাত্রা

চারিদিকে লোকারণ্য আনন্দিত সবে,
মহামিলনের সেতু সাগরের ডাকে।
রথ যাত্রা খুশি নিয়ে ফিরে এলো ভবে,
আষাঢ়ে রথের মেলা অপেক্ষাতে থাকে।

জগন্নাথ মাহাত্ম্য যে অতীতের ধারা,
যাত্রাকালে আয়োজন দেখি রাশি রাশি!
শান্তিপুর ইস্কনেতে জাগিয়েছে সাড়া,
উল্টো রথে ফিরিবেন তিনি হাসি হাসি।

এই অনুষ্ঠান হয় রথ যাত্রা নামে,
পাপীতাপী উদ্ধারিয়া প্রভু দেন মুক্তি।
উড়িষ্যার নীলাচল নামে পুণ্য ধামে,
ঝিনুক ভিতরে মুক্তো যথা রয় শুক্তি।

ভক্তিভরে জগন্নাথে চন্দনেতে পুঁজি,
রথের উপরে থাকে জগন্নাথ প্রভু,
বিশ্ব মাঝে শান্তি রবে এইটুকু খুঁজি।
সব কিছু তারি হাতে ভুলিনি কো কভু।

শিশুদের মজা দেখি দড়ি ধরে টানা,
দোকানী পসরা নিয়ে বসে হাসিমুখে,
হৈ চৈ হুল্লোড়ের নেই কোন মানা!
দড়ি টেনে পুণ্য নিয়ে ফিরে যায় সুখে।

Spread the love

You may also like...

error: Content is protected !!