মার্গে অনন্য সম্মান ইন্দিরা দত্ত (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৯৪
বিষয়- আলাপন
বিবর্ণ স্মৃতি তোর আলাপনের
আজও তোকে মনে পড়ে যায়…. তোর সেই রঙিন দিনগুলো যা আজ করেছে আমায় বর্ণহীন নিকষ কালো,
ছবিটা তো কবেই গেছে মুছে আছে শুধু সাদা ক্যানভাসে রয়ে গেছে জলের আলপনা,
বর্ণহীন আকাশে কেবল শূন্যতা
অবেলার আগুনে পুড়েছে কত বসন্ত আমার!!
নীলিমার ওই মুক্ত আকাশে নিজের বাঁধন গুলো দিলাম খুলে,
জমাটবাঁধা কিছু দুঃস্বপ্ন;হাতে হাত.. কিছু আলাপন আর প্রতিশ্রুতি ফোয়ারা!!
খসা তারাদের ভিড়ে হারিয়ে যায়…
কবিতার অশ্রু ঝরে পড়ে টুপটাপ ….ভুলের মাসুল গোনে আমার বিবর্ণ স্মৃতি ।
জানিস?মনের মেঘেরা আজও খুঁজে চলে তোকে
শুনতে পাস মোর হৃদয়ের আর্তনাদ?
অমাবস্যার রাতে যন্ত্রণাগুলো দলা পাকায়….ভীষণ কষ্ট হয়!!
আড়কাঠিরা ঘাপটি মারে ত্রাসে ।
অস্থির দোলাচলে সংশয় জাগে বিষাদের বালুচরে…
জানিস?এখনো তোর আসার অপেক্ষায়…স্বপ্নজাল বুনেই চলেছি ।
যখন পুবের আকাশ হয় লালে লাল ;তোকেই মনে মনে বরণ করি ।
দিবসযামিনী রই প্রতীক্ষায়…..একমুঠো জোনাকির আলো নিয়ে অপেক্ষায় দিন গুনছি আর গুনছি….
জানি…তুই দিয়েছিস যে ক্ষত;তা সারবার নয়….আজ আমি মৃত তোর কাছে,
তু্ই আজ সাহারার বুকে মরীচিকা সম….চারিদিকে নিস্তব্ধতা!!
তবুও অনন্তকাল ধরে বিবর্ণ স্মৃতি নিয়ে অপেক্ষা করবো তোর,
তোর দেওয়া মিছে আলাপনে অশ্রুবারি ঝরে…!
কেন করলি তুই আমার এমন ক্ষতি?
মৃত্যুই হোক তবে তার শেষ পরিণতি……