আমি লজ্জা হীনা অনু রক্তিমা।
সময়,
তুমি কি আমায় দেখেছো কোথাও?
আমি বয়ে চলি ধমনী শিরায় উপশিরায়।
গাঢ় লাল লেলিহান শিখায়।
ভালোবেসে যদি রাখো যতনে
তবে,
আমার হৃদয়ে বাস,
থাকি স্বপনে।
হিংস্র কামড় যদি দিতে চাও!
তবে,
আমি অনুরক্তিমা,
জ্বালিয়ে পুড়িয়ে করি ছার খার
হৃদয়টাকে।
শেষ হয় বুঝি এই সংসার তারই উচ্ছাসে।
শান্ত আমি যদি,
তবে,
ভালোবাসা প্রেম সবই যে তোমার!
আমি অনুরোক্তিমা,
আমার স্রোতে ভাসে লোভ লালসা
হিংসা আর প্রেম ভালোবাসা!
আমায় জাগিও না।
জাগিয়ে লাভ কি তোমার?