T3 || Valentine’s Day Special || সংখ্যায় ইলা চক্রবর্তী

তুমি জিতেছ
সুতীব্র এক সুগন্ধি শরীর পেরিয়ে মনের চৌকাঠ অবধি ছড়িয়েছিল।
যখন তোমার অস্তিত্ব টের পাই
তোমার নাম ছিল ভিনদেশী!
দাওয়ায় বসে অপেক্ষায় এক বধূ –
ঠিক আমার মতো,,,!
তখনও আতরের সুগন্ধি লেগে।
সুখ সমুদ্রের মৎস্যকন্যা যেন,,,!
রক্তাক্ত গোলাপে বুঝি তুমি আতর ছিটিয়ে দিলে,,,
তোমার কাব্য কথার প্রতিটি ভাঁজ ছুঁয়ে গেছে অগ্নিলার অশান্ত প্রেম,,,!
বাষ্প হয়ে তোমার চশমার
কাঁচ ঢেকে দিলে,
তুমি চিনতে পারবে তাকে?
মুখরিত প্রবালদ্বীপ সাজাবো দুজন,
জোছনায় ডুবে দুধ স্নান হবে যেনো!
অসম্ভব সুখ দিলে,,,,
বন্ধ ঘরের চৌকাঠ পেরিয়ে মনের আগল খুলে
তুমি সেই সুখ কুড়িয়ে আমার হাতে দিলে,,,!
নাছোড় কিছু জৈবিক তাড়নায় পাগল ছিল ওরা,
তুমি ওদের হারিয়ে দিলে,,,
তোমার প্রতিটি শব্দে মোমের মত গলে যাওয়া যায়,,,!
ফুলের মত নিজেকে ছড়িয়ে রাখা যায়,,,!
অথচ ওরা পুড়িয়েছে তাকে,,,
ভাগ হয়ে যাওয়া জিওল মাছের মতো ছটফট
করেছে ‘ সে ‘
মাথা থেকে পায়ের পাতায় তুমি রেখেছ হৃদয়,,
আজ এই ভালোবাসার দিনে
তুমি জিতেছ,,,!