কবিতায় বলরুমে ইলা চক্রবর্তী

কুহেলিকা
পোশাকী আদর ছুঁয়ে থাকে শরীরের প্রতিটি ঘাট।
স্বপ্নের হামাগুড়ি।
বুভুক্ষু ক্ষিদে হয় গাঢ় থেকে গাঢ়তর।
রাতের বিভীষিকার উলঙ্গ নাচন!
যেন নিঝুমপুরী !
হিসেবটা বুঝে নেবো
যদি হতে পারি অস্করী।
সাবেকী কিছু শব্দ আজও কানে বাজে।
বেহিসেবী কিছু পাগলামো সরাসরি,
অহেতুক অধিকার দিয়ে যায় গড়াগড়ি ।
নিদারুণ বিষন্ন রাত বুঝি ধরা দিতে চায়!
তবুও গুছিয়ে কথা বলা হলো না যে,
শেষ বারের মত ট্রেনলাইন খুব নিবিড় সম্পর্ক গড়ে যায় ,,,,!