কবিতায় ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল

একা
পথের দু’পাশে সার বাঁধা আছে ফাগুন
আকাশে রঙের ছটা
বসন্ত এখানে ঋতুরাজ হয়
বাতাসে ফাগের ঘনঘটা।
তোমাকে আজ বেশ মনে পড়ে
কতগুলো এলোমেলো হাওয়া, কুর্চিফুল
সাজানো শহরে সব ফেলে রেখে
তোমার চলে যাওয়া, হিসেব ভুল।
জলের কাছে ছিলাম চুপটি করে
অনেক লোকের মাঝেও বড় একা
শেষের নৌকো ডাক ছিল মিহি সুরে
রুদ্রপলাশ দাঁড়িয়ে ছিল একা।