কবিতায় ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল

ঠুনকো নয়
হাওয়ায় দুলছে ফুলগুলো
ফুলেরা দেখছে শিশুদের
শিশু আর ফুল সব মিলে
আরও বাঁচে, আরও কাছে এসে।
একে একে হারিয়েছি সব পথ
নতুন কত গাছ-মেঘেদের সারি
যেখানে ঢেকেছে রাজপথ, কানাগলি
পড়ে থাকে শেষে পরাজিত ভাঙারথ।
সময়ের ঘরে যত হয় কারচুপি
খেলা করে রাত ঘূণপোকা মৌমাছি
জীবনখাতায় আঁকা হয় জলছবি
সত্যেরা জানে মিথ্যেরা নয় সবই।
বহুতল ঘেঁষা বস্তিবাসীর উঠোন
আলপথ ধরে হেঁটে যায় উদাস কেহ
ভোরের শিশির মাখে দুপুরবেলার রোদ
আঁচল বিছানো ভিখারি মায়ের স্নেহ।