কবিতায় ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল

চাবি
তুমি দেশলাইকাঠি নও
তবু তোমার শরীরে বারুদ গন্ধ
তোমার কারণে সম্পর্কটা ঝুরঝুরে বালির
রূপ নিল।
বুঝিনি ভালোবাসার উপরিতল ছিল সুন্দর
আর নীচটা ফাঁপা
ঠিক যেন কয়লাখনির সমতল।
সুন্দর হাতির দাঁতের রিং-এ
তোমায় আটকে রাজা বানিয়েছিলাম,
তুমি তার মুল্য না দিয়ে
কার্তিকের ফসলভরা মাঠে আগুন ধরালে।
তোমাকে হারাতে চাইনি কোনোদিন
হয়তো অনিশ্চিতের বেড়াজালে
তুমি ক্লান্ত ছিলে,
তোমাকে নরম হাতের ভাঁজে রেখে বুঝলাম
তুমি আর সুখের ঘরের নও।
উভয়ের মধ্যে মরুভূমি সৃষ্টিতে
একটি চাবির ভূমিকা আমাকে বোবা করে দিল।