দিব্বি কাব্যিতে হেমন্ত সরখেল 

তখনও আসোনি তুমি

ছোটবেলায় বয়স বেড়ে গেলে
পা ছড়িয়ে বসে কেঁদে নেওয়ার সময় হারিয়ে যায় |
জটা গড়ে ওঠে
সদ্য যোগীর কুলো বাঁধা পিঠে,আর
ভাবনারা
শরীর ও তার ইচ্ছের বিপ্রতীপে হেঁটে যায়
ইঞ্চি মেপে মেপে |
অনেকবার এসব দিনে ধ্রুবতারা হয়েছি
পেছন থেকে অনুভব করেছি বুক
জাপটে রেখেও সেজেছে ধমক অকারণ
ঘর্ষণজনিত গুটিপোকার চলন বেড়েছে উপশিরায় শিরায় |
কোন ফাঁকে, জানি না কিভাবে
জন্মেছে টনটন
অবাধ্য আতুরতা ঘামের গন্ধচরিত ফেলে গেছে অন্তর্বাস জুড়ে,
মুশক্ এগিয়ে আসার আগেই
ছোট আমি বড়ো হয়ে
বড়ো ছোট হয়ে গেছি |
তখনও, এক লহমার জন্যেও,
ঈশ্বরের জন্ম হয়নি |
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।