মেহেফিল -এ- শায়র হরলাল রায় সাগর (নির্বাচিত কবিতা)
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ওই ঠোঁট যেন
কৃত্রিমতা বর্জিত তোমার
ওই দু’টি উজ্জ্বল ঠোঁট
যেন শিশিরস্নাত গোলাপের পাপড়ী
কিংবা কুমারিত্বের নিñিদ্র প্রচ্ছদ
অথবা প্রচ্ছন্ন চন্দ্রিমা মৈথুন
অশেষ দুষ্টুমির প্রিয় উদ্যান
ওখানে চৌম্বক বিনয়ী চঞ্চলতা।
বিবসন চাঁদবাঁকা ঠোঁটে রমনীয় হাসি
ও দুটো ঠিক রঙ মাখা তুলি-
উদ্ভাবনের নেশায় উন্মত্ত
যেন ফুলসয্যার প্রথম প্রহর
উষ্ণ রোমাঞ্চে নিরিবিলি আমায় আঁচলে ঢাকার
লুলিত ঠোঁটে অস্ফুট আমন্ত্রণ
ঠোঁটের মাঝে ঠোঁট লুকানোর
নিবিড় ব্যাকুলতা।