মেহেফিল -এ- শায়র হরলাল রায় সাগর (নির্বাচিত কবিতা)
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
প্যারোডি
(কাজী নজরুল ইসলামের কবিতা ‘জাতের বজ্জাতি’)
ভাঙতে হবে জাতের বড়াই জাত সমাজে পাচ্ছে শোভা
জাত নিয়ে যত জুয়াচুরি জাতপাত ভাই জলে ডোবা।
ছুঁতের বিষ ছড়িয়ে দিলে কথিত ওই সমজাপতি
হিংসা-বিদ্বেষ গড়গড়িয়ে তারই মাঝে পায় যে গতি।
জাতের নামে ভণ্ডামি সব চলছে যত ছলচাতুরি
সে সবের ভাই ধার ধরি না ভয় করিনা বুড়াবুড়ি।
ভেদাভেদের দেয়াল তুলে ছড়ালো বিষ বর্ণ জাতির
ছোঁয়া-ছুঁয়ির হানাহানী বেধে দিল জেলে-তাঁতীর।
পৈতা পরা বামন তারা না জানে ধর্মের মর্মবাণী
মনগড়া সব বিধান খুলে করছে জাতির টানাটানি।
খেলে জাতির মান যাবে না ছুঁলেই জাত যাবে তারিই
এ কেমন জাতিরে ভাই জাত ঢুকলো শুধু ভাতের হাড়ি!
জাতটা পেলি কোথায় বেকুব দেখ না একবার নয়ন খুলে
সৃষ্টির মাঝে প্রাণদেবতা জাত রেখে দে শিকায় তুলে।
জাত-বিজাতের পুতুল খেলায় ছোঁয়াছুঁয়ির মাকাল ফল
শিকল দিয়ে হাত-পা বেধে খাওয়ায় ধোয়া চরণ জল।
অস্পৃশ্য জাতি ভাবলি যাদের ঘুরছ তাদের বাড়ি ঘরে
তাদেরই দেওয়া বার্ষিকীতে চালাও সংসার জীবন ভরে।
পূব আকাশে উঠছে রবি নওয়জোয়ানরা দিচ্ছে ডাক
জাতের ভাণ্ড লণ্ডভণ্ড জাত-জুয়াখোর নিপাত যাক।