T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় হীরক বন্দ্যোপাধ্যায়

মনে পড়ে…
এখনো সে কথা মনে পড়ে আর স্নায়ু তরঙ্গ
কাঁপতে থাকে…
আমার শরীরে তখন এক আকাশ ঝড়
এক আকাশ আগুন
আমার শরীরে তখন মেঘ ভাঙা বৃষ্টি
এক সমুদ্র গরল ….
মনে পড়ে আর কেঁপে কেঁপে উঠি
সে সব স্মৃতি
সমস্ত ধুয়ে মুছে গেলেও
এখনও কিছু রয়ে গেছে আদমসুমারিতে যা ধরা পড়ে
প্রেম বলে
কিছু ছিল না তখন
ভালবাসা আবিষ্কার হয় নি
পুরুষ বা রমণী তখনও আ্যমিবা হাইড্রা কিংবা
প্লাটিহেলমিনথেস….
স্বপ্নেও
সেকথা মনে পড়লে এখনো স্নায়ু তরঙ্গ কাঁপতে থাকে, ভেঙে পড়ে সমস্ত কান্নার ট্যাঙ্ক
অশ্রুথলী ..পাখিদিবসের গান …
তখন বাতাসের ঘূর্ণি কখন থেমে গেছে
তখন সিপাহশালার আর পাশা খেলতে ভালো লাগে না,তখন বাইরে কী ভীষণ বৃষ্টি উন্মুক্ত খনিগর্ভ
ঝড় উড়িয়ে নিয়ে যাচ্ছে দিগন্ত
বন্ধ সব দোকানের তালা
ঝুলিয়ে দিয়ে গেছে ঘুমের ভিতরে অসংখ্য ঘুমের চারাগাছ হাতঘড়ি এবং কলম
অথচ মানুষ তখনো ক্রুদ্ধ এবং উদাসীন
তখনো ধূর্ত এবং মোলায়েম
প্রতিপক্ষ ন য় কিন্তু আদপে প্রতিপক্ষ ই ছিলো
আজ সব কথা আগুনের ফুলকি
এখনো সে কথা মনে পড়লে স্নায়ুতন্ত্র কঁাপে
সেই সব স্মৃতি
মুছে গেলেও কিছুটা ধরা আছে আদমসুমারিতে …