T3 || ভ্যালেন্টাইনস ডে ও সরস্বতী পুজো || স্পেশাল এ হরিৎ বন্দ্যোপাধ্যায়

চিঠি
প্রথম চিঠিটা
পুরোটাই একটা সাদা পাতা
আবছা অ আ -এর ওপর নিজেকে বোলাতাম
দ্বিতীয়টাও একইরকম
তৃতীয়টাতে হাঁটি হাঁটি পা পা করতে করতে
এক দুই তিন চার শব্দ বিভিন্ন রং নিয়ে
নিজের নিজের জায়গায় বসে গেল
তারপর তো দর কষাকষি
কমাতে কমাতে পুরোটাই হাতসাফাই
ব্যাগে এখন নামের পাহাড়
দু’একজন মুখও বাড়ায়
কিন্তু ওই পর্যন্তই, আর কিছু নয়…