T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় হরিৎ বন্দ্যোপাধ্যায়
by
·
Published
· Updated
বটগাছের পিছনে
(রবীন্দ্রনাথ ঠাকুর – কে মনে রেখে )
নদীপথে যতবার ভেসে গেছি
পাথরে পাথর লেগে আওয়াজ উঠেছে খুব
তবুও জল বেড়া দিয়ে রাখে সারা শরীর
এতটুকু দাগ লাগেনি কোথাও কোনোখানে
মনে পড়ে মন্ত্র নেওয়ার সেই দিনের কথা
ছাতার মতো মাথার ওপর ঝরেছিল মুষলধারায় বৃষ্টি
বুঝেছিলাম জলের ভেতরেই আছে নিরাময়
গাছের পাতায় পাতায়, নদীরেখা ধরে
ভেসে এসেছিল সুর গৃহকোণের সুখের মতো
মনে পড়েছিল পায়ের মাটির কথা
যে মাটির গান শুনিয়েছিল মা সাতসকালে
তারপর তো সেসব ঝড়ের কথা সবাই জানে
আমিও কিছু কম লিখিনি সেসব নিয়ে
একটা জীবন থাকলে ওইরকম ঝড় অনেক আসে
এই যে বিরুদ্ধ যেকোনো কিছুকে উড়িয়ে দেওয়ার সাহস
এসব এলো কোথা থেকে?
সেই কোন ছোটবেলা থেকে
বটগাছের পিছনে লুকিয়েছিলাম বলে।