ধর্মের আফিম আর বিপ্লবের আফিম একই মুদ্রার দুই পিঠ আমরা সবাই যযাতি
অন্তরে অন্তরে…
নারীরা কুন্তী অথচ ভাবটা এমন
ভুলেও কখনো যেন পরপুরুষ কিংবা পরনারী
ভাবিনা তোমাকে…
সাপের ছোবলে কোনো বিষ নেই
উত্তরাধিকার একটি থার্ড ক্লাস ক্লিশে শব্দ
ও: ভারতবর্ষ
সত্যি সেলুকাস…অপ্রয়োজনীয় মীমাংসা…
১২| ইন্দ্রিয় সুখ
দেখলাম, শতরূপ সার্থক এ জনম আমার
দিদিমণি আপনি বললেন, ভরা বাদর
আপনি তো কৈ বললেন না
বানরে কদলী সত্য
তবু আমি পেয়ে গেছি লুপ্ত মেসোপটেমিয়া
স্বপ্নে দেখেছি হুনুলুলুর যুযুধান সমগ্ৰ
আ: কী ঝুঁকি, বলুন দিদিমণি
এটা কোন ক্রিয়া
ইতিহাসের দিদিমণি ভূগোলেও উর্ধ্বসীমা
বাংলাটা থাক ক্রমবিভাজনে
অতিরিক্ত কবিতারা ইন্দ্রিয় সুখের ইশারা
যা দেখলাম ন্যায় অন্যায়ের সীমানা…