কবিতায় হীরক বন্দ্যোপাধ্যায়

উড়ো খই

মানুষের মতো এতো হিংস্র প্রাণী পৃথিবীতে আর নেই, এই কথা লেখার পর মনে হল এতটা বাস্তব
কবিতাতে ধরে না
ছোটবেলার মাস্টারমশাই বলতেন
কিছু পাওয়ার জন্য নয়
কিছু দেবার জন্য মনকে তৈরী করো
অক্ষরে অক্ষরে পালন করেছি মাস্টারমশাই
এখন আমি নি:স্ব
লোকে আমাকে বুদ্ধু বলে ডাকে
বাবা বলেছিলেন সত‍্যের জন্য
সব কিছু ত‍্যাগ করা যায়
মিথ্যের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়…
বাবা তুমি তো সব ই জানো
সেজন্য আমার পৃথিবীতে বৃষ্টি এলো না
বন্ধু বলে আজও কাউকে মানতে পারি না
প্রতিবেশী, আত্মীয়স্বজন…
তবু কেন ময়লা জমছে সাদা পোশাকের নীচে
ভূতভবিষ‍্যৎহীন এই সময়ের টানে যদিও জীবিত তবু সেই সব দিন
তবু সেই সব মেঘলা দুপুরের কুয়াশা
পূর্ববর্তী পরবর্তী আমাকে ছুড়ে দিচ্ছে
গোলাকার বলের মতো ই সংসার…
আকাশ থেকে উড়ো খ ই
ছড়িয়ে চলেছি অবিরাম
তোমরা দেখতে পাচ্ছো……
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।