ক্যাফে কাব্যে গৌতম তালুকদার (গুচ্ছ কবিতা)

১| 

চাঁদ ছোঁব না চাঁদ ছোঁব না
নয়ন গঙ্গায় অথৈই জল ।
কেউ কি পারে কখনো বলতে
কতটা এর তল!

২| 

কাল পরশী এসেছিলো
বসেনি পিঁয়াল বনে।
শুকনো পাতারা ঝরে ছিলো
চৈত্রির আগমনে।

৩| 

গোধূলি বেলায় ঝিঁঙ্গে মাচায়
ছোট প্রজাপতি ।
অভিমানে নতো হয়ে
মধূ মালতি ।

৪|

আজ এলো রে ফাগুন
বসন্ত বাতাসে।
লাগলো যে দোল রঙে রঙে
হৃদয় উঠলো গুনগুনিয়ে।

|

বসন্তের বিদায় শেষে
এলো রে বৈশাখ
নব বর্ষে নতূন কিশলয়
নুতূন প্রেঢ়ণা পাক।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।