• Uncategorized
  • 0

|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় গৌতম তালুকদার

অন লাইন প্রেম

আরে তুমি?
কোথায় দেখেছি…..! আপনি কি কোনো কোম্পানির হয়ে……?
দৃষ্টি আটকে গেলো তোমার মুখের দিকে । কি অবলীলায় বললে কথা গুলো,অথচো!
অদ্ভূত পাওয়ার তোমার । চোখের পাতা টুকু কাঁপছে না।
দু’বছর পিছিয়ে যেতে একটু সময় নিয়েছি,
সামলেও নিয়েছি ।ধারনাই ছিলো না।
একে-ই বলে ফেস বুক প্রেম ;অনলাইনের ক্ষিদে।
তোমাকে জিতাতে।সবার সামনে বললাম-
ঠিক ধরছেন।সেই যে , আপনাদের বাড়ি এসি মেসিন…….!
হ্যা তাই তো,এতো দিন পরে দেখা চিনতে ……..!
ঠিক আছে , আমি চিনতে পেরেছি,এতে-ই হবে। অন লাইন তো, পোষ্ট করলে ঘুরে ফিরে আসে , মনে পরে ,এলে আছে না এলে নেই।
দু’টো চারটে আইডি মন্দ কি ?
না না আমার এ ধরনের………
তাই বুঝি?মেসেঞ্জারে চ্যাট গুলো শেয়ার…?
কি বলছেন ? শুনুন ,মেসেঞ্জারে কথা বলি, মানে…….
কি দরকার ? ব্লক হয়েই গেছে আবার ঝামেলা !
নিচলু, নিড়ি বিলি বসি ।
না মানে…..!
না মানে কি ?
সবাই কি মনে করবে? আচ্ছা। ভয়ের কিছু নেই,
বলবেন অনলাইন প্রেম ।
আসল প্রেম তো নয় ।এতে কিছু দোষ নেই।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।