T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় গৌতম তালুকদার
by
·
Published January 14, 2021
· Updated May 17, 2022
হঠাৎ বৃষ্টি এলে
হঠাৎ বৃষ্টি এলে-
তুমি কি ভেজাবে ,
ভেজাবে তোমার খোলা চুল ?
যে চুল থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে
কাঁচাসোনা রোদের অভরু।
যে চুলে হাসে দোল খায়
জুঁই কিংবা চন্দ্রমল্লিকা।
এতো চুল নয় যেন কালোদীঘির
বুকে দামাল হাওয়ার ঢেউ।
তুমি ভেজাবে চুল?
অনেকেই বলে এ চুল
তোমার সর্বনাশ ডেকে আনবে,
আমি প্রতিবাদ করি
ওদের কুসংস্কার ভাঙ্গতে চাই।
এসব কি আজকের দিনে চলে!
তবু অন্ধবিশ্বাসীরা তোমার
অমঙ্গল ডেকে আনার প্রচেষ্টায়
তোমার গোড়ালী আর চুলের ডগায়
কাল্পনিক কু বাতাসের গল্প ফাঁদে।
তুমি চুল ভেজাবে কি হঠাৎ বৃষ্টি এলে ?
আমি কি ভাসবো না কালো যমুনায় ?