T3 || দোল পূর্ণিমা || সংখ্যায় লিখেছেন গৌতম সমাজদার

সকাল থেকেই মুখ ভারী,
একটা কথা ও বলছে না!
পৃথিবী ও খানিকটা তমসাচ্ছন্ন,
এই বিচ্ছিন্ন সকালে।
নিজেকে খুঁজছি, কি ভুল করেছি?
আঁতিপাতি করে খোঁজার শেষে-
ক্লান্ত, দিশাহারা আমি!
হঠাৎ মনে হল আমারও তো
মনখারাপ কয়েকদিন ধরে!!
কবিতা লিখিনি, সুর গুলো
গেল কোথায় ? সম্বিত ফিরলো-
কয়েকদিন স্বরচিত কবিতা শোনাই নি।
ও রাগ করে বললেই কবিতা বেরোয়!
ও কে? বোধহয় যে কবিতা লেখায়
আদি ও অকৃত্রিম ভালবাসা ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।