।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় গদাধর সরকার
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
থাক মা সবাই সুখে
কেমন বিচার তোমার মাগো, কেমন তোমার হাত ?
কেউ পাবে রোজ অঢেল খাবার, কেউ পাবেনা ভাত !
কাউকে দিলে প্রাসাদ বাড়ি ! কেউ পেলোনা ছাদ !
কাউকে দিলে সুখের বাতাস ! কাউকে অবসাদ !
কেউবা ভাসায় আমোদ তরী ! কেউবা চালায় গাড়ি !
কেউ পেলোনা পায়ের জুতো ! মাথায় মারো বাড়ি !
অনেক ভেবেও সাধ কি তোমার, যায়না কেন বোঝা ?
কাউকে তুমি মানুষ ভাবো ! কাউকে ভাবো বোঝা !
দুগ্গা মাগো ওড়াও তোমার রঙিন খুশির ধ্বজা !
তাই দেখে মা একটুও তো হয়না ওদের মজা !
ওরাই থাকে ফুটপাতে মা । চোখের কোনায় কালি ।
তোমার পূজোয় ছড়ায়না মা ওদের খুশির তালি ।
ওদের বাবা পূজোর দিনেও পায়না কাজের ছুটি ।
সারাটা দিন ঘাম ঝরিয়েই জোগাড় করে রুটি ।
তাদের পাশে দাঁড়াও তুমি, সব হারা আজ যারা ।
তারাও মাগো খুশির মেলায় হোকনা বাঁধন হারা ।
পায়নি যারা নতুন জামা, নতুন চুড়ি, ফিতে পারবে না মা তাদের দিকে হাত বাড়িয়ে দিতে ?
সব হারিয়েই কাঁদছে যারা, বলছি তোমায় খুলে :
তাদের কথা কেমন করে থাকছো মাগো ভুলে ?
ঝুপড়ি গুলো পূজোর দিনেও আঁধার হয়ে থাকে !
শুনতে কি পাও ওদের ঘরে তোমায় যদি ডাকে ?
সরল সিধে মানুষ গুলো কেবল ভয়ে মরে ।
অসুর গুলো খোশ মেজাজে ত্রাসের ভূবন গড়ে ।
অসুর গুলো বেজায় খুশি, বানাও তাদের রাজা ।
সরল মতির মানুষ কে দাও নানান কঠিন সাজা ।
দিন কিবা রাত, ছলা কলায় ভীষন পটু যারা ।
তোমার আশিস মাথায় নিয়ে তারাই মাতায় পাড়া !
চাইনা মাগো এমন পূজো, চাইনা এমন পূজো ।
মরছে যারা খিদের জ্বালায় তাদের ব্যথা বুঝো ।
এই মিনতি করছি মাগো এবার তোমার কাছে ।
বিভেদটাকে সরিয়ে দিয়ে ফোটাও না ফুল গাছে !
তোমার বুকের সবুজ আকাশ ছড়াক সবার বুকে ।
সবাইকে দাও তোমার আশিস, থাক মা সবাই সুখে ।