মার্গে অনন্য সম্মান গোবিন্দ মোদক (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৯৭
বিষয় – স্মৃতি
স্মৃতি তুমি বেদনা
পড়ছে মনে শেষ বয়সে এই বৃদ্ধাশ্রমে এসে,
এত শাস্তি পেতে হচ্ছে কেন কিসের দোষে!
বেশ তো ছিলাম ছোটবেলায় ফকিরতলা গ্রামে,
ডানদিকে তার রেলের লাইন অঞ্জনা খাল বামে!
ভোরের বেলা ঘুম ভাঙতো আজান ধ্বনি শুনে,
পাখ-পাখালি গান গাইতো স্বপ্নের জাল বুনে!
মন্দিরেতে যেত শোনা শঙ্খধ্বনি, ঘন্টা,
রাখালিয়া বাঁশির সুরে উদাস হত মনটা!
রাম আর রহিম মিলেমিশে থাকতো সেই গাঁয়ে,
কামার-কুমোর-জেলে-কৃষক সবাই ভায়ে ভায়ে!
পীর-দরগায় করত মানত কৃষ্ণা, দুর্গা, দেবী,
নারায়ণ পুজোর প্রসাদ পেত জাহানারা বিবি!
কাশেমআলীর কোলে চড়ত নিতাই দাসের ছেলে,
গৌর পালকে দেখলে ফজল আসত খেলা ফেলে!
সেই সে গ্রামে যেমন হতো ঈদ আর মহরম!
তেমনভাবেই পুজো-পার্বণ নানান রকম
তারপরেতে কোথা থেকে কি যে হয়ে গেল,
দেশভাগের অভিশাপটা সবাই মিলেই পেল!
জন্মভিটে হারাতে হলো ছন্নছাড়া হয়ে,
গঙ্গা দিয়ে অনেকই জল অমনি গেল বয়ে!
অনেক কষ্ট স্বীকার করে বাঁধলাম আবার ঘর,
ছেলে-মেয়ে বড় করলাম তারাও হলো পর!
এখন আমি সব খুইয়ে নিঃস্ব বৃদ্ধাশ্রমবাসী,
মনে পড়ে অতীত-কথা চোখের জলে ভাসি!!