আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ ফুল্লরা মুখোপাধ্যায়

ভাষার আদর
বুকের ভেতর টানে
আমার মাতৃভাষার মানে
ভাষার আদর সারা শরীর ঢেকেছি লজ্জা।
মাগো তোমার ধূলিকণায়
বর্ণমালা শেষ আশ্রয়
জীবন গড়েছি মাতৃভাষায়
গেঁথেছি শরসজ্জা।
ভাষার আদর সারা শরীর
ঢেকেছি লজ্জা।
তবুও তো রক্ত পায়ে
ফিরতি পথে উজান ছায়ে
ভাষার লড়াই বেঁচে থাকা
আমার অস্তিত্ব মজ্জা
ভাষার আদর সারা শরীর
ঢেকেছি লজ্জা।
করেছো মা গর্ভে ধারণ
বাংলা ভাষায় বাঁচন মরণ
রেখেছি মা খোলা আকাশ
ভেঙেছি বাঁধার কব্জা
ভাষার আদর সারা শরীর
ঢেকেছি লজ্জা।