|| আজ সারাদিন শুধু গৌরাঙ্গ মিত্র || গুরুদেবের পাঠশালা থেকে

ওরা আমাদের জিগ্যেস করতে পারে

হজরতের শিষ্যরা ফোরাত নদীতে হাত মুখ প্রক্ষালন করে মুগ্ধ চোখে ওয়ায়েসের বাণী শুনতে লাগলেন : যখন শয়ন করবে, মৃত্যুকে শিয়রে রেখাে, যখন নিদ্রা থেকে উঠবে, তখন চক্ষুকে সামনে রেখাে।
রেড ক্রেসেন্ট প্রসূতিসদনের নিদ্রামগ্ন শিশুগুলি জাগরণ অর্থ শেখেনি, ‘আলিফ’-এ বর্ণে আল্লাহ, লাম’-এ বর্ণে জিব্রাঈল ইত্যাদি বর্ণপরিচয় থেকে যােজনদূরের দোলনায় দোল খাচ্ছে, শিশুগুলি বােমা ও মনুষ্যরক্তের ব্যস্তানুপাত জানেই না, বােমার আঘাতে রক্তাক্ত হয়েছে কেবল।
ওরা বেঁচে উঠলে রক্তবিষয়ে অনুসন্ধিৎসু হতে পারে, বড়াে হলে ওরা। আমাদের জিগ্যেস করতে পারে, প্রসূতিসদন থেকে কতদূরে যিশু ও হজরতের ঘরবাড়ি।
হতচকিত হজরত শিষ্যরা বলতে যাবেন – ইয়ানপসি, ইয়ানপসি, অধিকতর হতচকিত হয়ে শুনলেন আল্লাহর আর্তনাদ : ইয়ানপসি ইয়ানপসি ফোরাত নদীর পানি আতঙ্কে ঊর্মিমুখর হল।
ওয়ায়েস – করণনিবাসী এক মহান সুফি। ইয়ানপসি – আমার কী উপায় হবে
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।