।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় গৌতম কুমার গুপ্ত

জীবনানন্দ
অঘুমে জেগে থাকে নিশাচরও জেগে ওঠে যদি
দেহপটে কখনো শরীরী লোমকূপে
পলক ফেলেছে চোখে সবেমাত্র জেনো
শ্রুতির স্বরগমে ধেয়ে আসে পৃথিবীর গান
কলরোল নেই কোথাও শুধু জেগে আছে চোখে
আনন্দ বিষাদে
সাথে আরো কেউ কি জেগে রয়
বিছানার ওপাশে নিশীথ পাহারায়
অলিন্দ থেকে আসে বাতাসের পায়চারী
পরিজনবাসীদের শব্দঘুম মৃদুমন্দ ভাসে
অভিজ্ঞ পেঁচকের শীৎকার ধ্বনি ওঠে
ডানার ঝাঁপটানি আঁধারের বুকে পালকের ক্রন্দনগীতি
কোনোখানে কেউ চুপি চুপি বলে নাকি
জীবনের সাথে সাথে জেগে থাকা বড়ো ভাল
নয়তো মৃত মনে হয় মমির মতো পিরামিডের দেশে
স্থবিরতা থাক অচেতন থাক নীরব কথা গুলি থাক
তবু তো সংখ্যাবিশেষে এক প্রাণী জেগে থাকে
পৃথিবীর কোন গোপন মলাটে
তুমি যার প্রচ্ছদ ভেতরে হয়তো পাপ অপাপবিদ্ধ অক্ষর সংলাপ রক্তস্রোতা চুর চুর ভেঙে যাওয়া কাঁচে বিবর্ণ ছবির পৌরাণিক হাসি অথবা
শতদিবসের বিবর মথিত দলাপাকানো অবিরাম অশ্রুজল
ধীরে ধীরে চরণের ধ্বনি আসে যেন ওই
সে যে এক মহা মহাপ্রতিম কাব্যপুুরুষ
রূপসী বাংলার জীবনানন্দ