কবিতায় পদ্মা-যমুনা তে গোলাম কবির

” ইনবক্সেরই খেলা “

ভালবাসেন কাউকে বলবেন?
ইনবক্সে আসেন।
গভীর নিশিথে পরকীয়ায় মজেছেন!
তো, ইনবক্স ভরে ফেলেন।
অনলাইনে কোনো কিছু কিনবেন,
দাম জিজ্ঞাসা করলেন,
সাথেসাথেই উত্তর আসলো –
ইনবক্সে আসেন।
সরকারি অফিসে প্রয়োজনীয়
কোনো কাজ হচ্ছে না?
ইনবক্স মানে চিপাগলিতে আসেন
মোটা টাকার ব্যাগ নিয়ে, কাজ হয়ে যাবে।
আল্লাহর সাথে যোগাযোগ করবেন
কোনো গভীর বিষয়ে অথবা
কিছু চাইবেন তাঁর কাছে?
তা ও ঐ আল্লাহর ইনবক্স মানে –
গভীর রাত্রিতে গোপনে বলুন বারো রাকাত
তাহাজ্জুদের সালাত আদায় করার পরে
হাত তুলে কান্নাকাটি করে।
বোঝেন তাহলে!
সবখানেই আজ শুধু
ঐ ইনবক্সেরই খেলা।

Spread the love

You may also like...

error: Content is protected !!