কবিতায় পদ্মা-যমুনা তে গোলাম কবির

আলিঙ্গনে মৃত্যুকেই ভালোবাসি

মাঝেমাঝে মৃত্যকে মনেহয়
জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলি!
হৃদয় উপচে পড়া না পাওয়ার বেদনায়
মনেহয় মৃত্যুর গালে, ঘাড়ে, নরম কানের
লতিতে চুম্বনে চুম্বনে ভরিয়ে তুলি।
কখনো মনেহয় জীবন যেনো
মৃত্যুরই জমজ বোন!
জীবন যদি কষ্ট পায়,
তো মৃত্যুও কষ্ট পেয়ে
খুব কাছে ডেকে নিতে চায়!
জীবন যদি আনন্দে থাকে,
তো মৃত্যুও সহস্র মাইল দূরে থাকে,
যেনো জীবনের কোনো কষ্ট না হয়!
মাঝেমাঝে কারো কারো মৃত্যু দেখে
ওকে আমার ভীষণ পেতে ইচ্ছে করে!
তখন মনেহয় মৃত্যুর মতো
ভীষণ সুন্দর আর কিছুই নেই।
মৃত্যু তুমি এসো আমার রুকু
কিংবা সিজদারত অবস্থায়,
এসো রমজানের শেষদশকের
ইতেকাফরত অবস্থায় ইফতারের পূর্বমুহূর্তে, এসো জুমার রাতেই,
আমি তোমাকে বরণ করে নেবো সানন্দে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।