কবিতায় পদ্মা-যমুনা তে গোলাম কবির

আকাশের সংসারে
আকাশ কি বলে হঠাৎ করেই
ওর মন কেনো খারাপ হয়?
কেনো এতো সুন্দর সুনীল আকাশ
হঠাৎ করেই কার বিহনে
অমন ঘন কালো মেঘে ছেয়ে যায়!
কখনো সাদা পেঁজা তুলোর মতো
মেঘলা আকাশ কার কাছে
লজ্জায় লাল হয়ে ঢলে পড়ে
পশ্চিমে সন্ধ্যাবেলায় কেউ কি জানে!
কেনো যে অমন ছাইরঙা আকাশ
হঠাৎ করেই কালো মেঘে ছেয়ে যায়,
বারবার বিদ্যুৎ চমকে ওঠে,
ভীষণ শব্দে বুকের ধুকপুকানিটা
বাড়িয়ে দ্যায় অকষ্মাৎ,
কার দূঃখে আকাশ হতে কান্না ঝরে
বৃষ্টি হয়ে সকাল, দুপুর, সাঁঝে!
কখনো দেখি আকাশটা একটানা
কাঁদতেই থাকে ক’দিন ধরে,
তারপরই নামে বন্যাজল
শহর, বন্দর, নগর, গ্রাম গুলোয়!
ভাসিয়ে নেয় মানুষের সংসার, পাঠশালা,
মসজিদ, মন্দির, দোকানপাট, গরু, ছাগল,
মুরগি , কুকুর, বিড়াল, সাপ আর
কাক থেকে শুরু করে চড়ুইপাখি,
বেজি কেউ যায় না বাদ ভেসে যেতে!
কেনো অমন করে আকাশ
কেউ কি জানো!
আকাশের সংসারে কেনো এতো রঙ লাগে!
ওর সংসারে কেনো এতো ঝড় ওঠে
এলোমেলো করে দ্যায়
সবাইকে কেই বা জানে!