কবিতায় পদ্মা-যমুনা তে গোলাম কবির

মানুষ যখন খোলস ছেড়ে বেরিয়ে আসে
একসময় জানতাম সাপ তার খোলস বদলায়,
চিংড়িমাছ কে ও খোলস বদলাতে দেখেছি,
দেখেছি টিকটিকিও তার খোলস পাল্টায়।
এমনকি কিছু কিছু গাছ আছে –
যারা খোলস বদলায় বা তাদের বাকল
খসে পড়ে আবার নতুন করে গজিয়ে ওঠে!
এই যেমন ধরো ইউক্যালিপটাস এর গাছ।
প্রতি বছরই তার বাকল গুলো খসে পড়ে
আবার নতুন করে সুসজ্জিত
হয়ে ওঠে নব জীবনের উল্লাসে!
ওরা যখন তাদের খোলস পাল্টায়
তখন ওদের কে কতো সুন্দর লাগে!
কিন্তু কিছু কিছু মানুষ যখন
বাইরের খোলস ছেড়ে বেরিয়ে আসে,
তখন দেখি সে তো মানুষই নয়!
আসলে সে তখন হয়ে যায় যে কোনো
হিংস্র প্রাণীর চেয়েও ভয়ংকর কিছু!
তখন সত্যিই ভীষণ লজ্জায়
মাথা নত হয়ে আসে!
আচ্ছা, ঐসব মানুষেরা এমন হলো কেনো?
ওদের জন্য পুরো পৃথিবীর মানুষেরা
কষ্ট পায় কখনো হৃদয়ে, কখনো তাদের
হিংস্রতায় ক্ষতিগ্রস্ত হয় বৃদ্ধ, শিশু,
অবলা নারী থেকে শুরু করে
পুরো পৃথিবীর সকল মানুষই!
তখন মানুষ আর মানুষ থাকলো কোথায়?