কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জল

এ বড় রহস্যময়

নিঃশ্চুপে দূরের কোনো অজানা
পথচলা আমি
অদৃশ্যের বন্ধনে দিগন্তের পরী তুমি,
মেঘের ডানায় প্রাণের স্পন্দন স্পন্দিত বুকে ;
বাহুল্য হৃদয়ে রঙে শিহরিত শিহরণ চত্বরে তোমার অবয়ব প্রকৃতি আমার হৃদয়ে রঙে রাঙানো ভূবণ।
তারপরও হবো না আমি, কখনো মুখোমুখি ভবিষ্যতের বক্ররেখা কেশবহুল… চন্দ্রমল্লিকার কোন কথা ভেবে!
মন খারাপের চিঠি লিখি তারপর ছিড়ে ফেলি ;
জানি, তুমিও ” এ খবর জানবে না তোমার অদুর ভবিষৎ ;
আবারও নতুন করে
মনের ভুলে অজান্তে লিখি, তুমি কেমন আছো?
এ বড় রহস্যময়!

Spread the love

You may also like...

error: Content is protected !!