কবিতায় পদ্মা-যমুনা তে গোলাম কবির

শিরোনামহীন
পোয়াতি জ্যোৎস্না রাতে অন্ধকারের
শামিয়ানা ঝুলিয়ে দিয়ে গান গায়
বেসুরা গলায় কতোগুলো দাঁড়কাক,
ওদের গান কেউ শুনুক কিংবা
না শুনুক ওরা তবুও গাইবেই উড়িয়ে
অলীক আত্মবিশ্বাসের ফানুস।
তবে মনে রেখো বন্ধু,
একদিন প্রচণ্ড ঝড় এসে
থামিয়ে দেবে দাঁড়কাকের গান,
ওদের বেসুরা গানের সভায় বসে
যেসব মোসাহেবেরা হাততালি দিচ্ছে
তারাও সেদিন পচা ডিম ছুঁড়ে মারবে
তাদের জনতার কাতারে সামিল হতে।
অথচ এখন সবাই কেমন চুপচাপ,
যেনো কোথাও হয়নি কিছুই!