কবিতায় পদ্মা-যমুনা তে গোলাম কবির

পাখি উড়ে যায়
পাখি উড়ে যায় হৃদয়পুর ছেড়ে
দিকশূন্যপুরে, থেকে যায় তার
কলকাকলির মোহনীয় শব্দ গুলো,
রয়ে যায় ঝরে পড়া দুমড়ে মুচড়ে
থাকা শুভ্র পালক গুলো
হৃদয়পুরের আবাসে!
নীরব নিথর শরীরটা টেনে নিয়ে
আর কতটা দূরে উড়ে যাবে পাখি
আমার হৃদয়পুর ছেড়ে জানা নেই!
যতোটুকু ছিল ভালোবাসা, উড়িয়ে
নিয়েছে সে বৈশাখী মেঘের ভেলায়,
এখন হৃদয়পুরে শুধু পড়ে আছে
ভালোবাসাহীন রাত্রির ঘুর্ণয়মান
দীর্ঘশ্বাস এমন যেনো এখনই
গিলে খাবে কোনো আস্ত একটা ঘনবসতিপূর্ণ শহর তার
দীর্ঘশ্বাসের ঘুর্ণিপাকে!
এখানে এখন শুধু পড়ে আছে
প্রাণহীন জীবনের হাড়গোড় গুলো
ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে!