কবিতায় পদ্মা-যমুনা তে গোলাম কবির

মানুষ, মানুষকে ভালোবাসবেই
ফুলের সৌরভ যখন বাতাসে ছড়ায়
তখন কার এমন দূঃসাহস আছে
বলো তাকে আটকায়!
নদীকে বাঁধ দিয়ে আটকে রাখতে পারো,
হিংস্র বাঘকেও মানুষ পেরেছে
খাঁচায় পুরে রাখতে কিন্তু ভালোবাসা?
তাকে কী কখনোই কেউ পেরেছো
আটকাতে ভালোবাসা ছাড়া?
শুধু জেনো ভালোবাসা ছাড়া
আর সবকিছু মিথ্যে এ ধরাধামে।
ফুল ফুটবেই, সৌরভ ছড়াবে তার
বন্ধনহীন, মুক্তস্বাধীন এবং
মানুষও যতো বাধা-ই দাও না কেনো
সীমান্তের কাঁটাতার ডিঙিয়ে,
ক্ষমতা ও সিংহাসনের লোভ উপেক্ষা করে,
এমনকি প্রখর স্রোতস্বিনী নদী সাঁতরে হলেও
মানুষ মানুষকে ভালোবাসবেই।
( কবিতাটি আমার অত্যন্ত প্রিয় কবি যাঁকে আমি বলি অলরাউন্ডার সুজিত’দা, মানে কবি সুজিত চট্টোপাধ্যায়, সেই তাঁকেই উৎসর্গ করলাম)