কবিতায় পদ্মা-যমুনা তে গোলাম কবির

পরাজয়েই জয়ী
ভালোবাসতে বাসতে আমি
বারবারই হারতে শিখেছি,
অনায়াসেই হেরে গিয়ে
আবারও ভালোবাসতে চেয়েছি!
এভাবে বারবারই হেরে গিয়ে
যখনই কাঁদতে চেয়েছি,
পারিনি কান্না করতে বরং ভীষণ
অট্টহাসি হেসে চোখের জল ফেলেছি!
মানুষ বুঝলো আমি তো সুখেই আছি,
তাই হয়তো হাসতে পারছি অমন করে!
বিধাতাকে ধন্যবাদ জানাই এভাবে
হেসে ওঠার শক্তি দেয়ার জন্য!
ভালোবাসার জন্য একটা বছরের মধ্যে
৩১৩টা রাতই কেটে গেছে অনিদ্রায়!
রক্তজবা চোখের খবর নেয় নি কেউ!
রাতের আকাশ আর জেগে থাকা
শহরের নিয়নলাইট এবং ঘরের
দেওয়ালে হেঁটে বেড়ানো টিকটিকিরা
জানে সে কথা, আর কেউ না জানুক!
জোনাকির আলোর মতো বুকের গহীনে
ভালোবাসার আলো জ্বেলে দিয়ে
স্বপ্নের সোনা রোদের আলোয়
ঝলসে যেতে চেয়েছি বারবারই
কিন্তু আমার স্বপ্নগুলো অকালেই
কাঁঠাল মুচির মতো ঝরে পড়েছে,
তলিয়ে গেছি অপ্রেমের গহীন আঁধারে!
তবুও আমি ভালোবাসতেই ভালোবাসি,
ভালোবেসে হেরে গিয়েও
বারবারই ভালোবাসি,
আমৃত্যু ভালোবাসা নামের এক
দুরারোগ্য অসুখে ভুগতেই ভালোবাসি!