T3 || ২১শে ফেব্রুয়ারি – হৃদয়ে বসতে বাংলা || বিশেষ সংখ্যায় গৌতম চট্টোপাধ্যায়

ফিরে আসো যদি
যখন তুমিও ভুলেছো আমার ভাষা,
আমারও শব্দ লাশ হ’য়ে বানভাসি,
গন্ধ শুঁকেছো মগডালে বসে খুব,
মরুভূমি তাই ক্যাকটাস ভালোবাসি।
যখন গাছের শেকড় আমূল উজাড়,
ডালপালা সব ধূসর, কালচে, বিবর্ণ,
কবিতা তখন প্রাণহীন গলা পচা,
কোথায় সে নীড়! চোখ ছিঁড়ে গেছে জেনো।
তবুও যদিবা ফিরে আসো ভুলক্রমে,
ভেঙোনাকো শাঁখা,এক শাখা হাতে নিয়ো,
শ্মশানেতে শুয়ে আমার কবিতা-শব
প্রতীক্ষায়, সেই শাখা খানি রেখে দিও।