হৈচৈ কবিতায় গৌতম বাড়ই

শান্তিনিকেতন
লালমাটির দেশে রাঙিয়ে নিতে শেষে
মনের সাথে শরীরটাও এল অবশেষে।
সে যে রবিঠাকুরের ভীষণ শান্তি ভূমি
হাওয়া বাতাসে বাউল দোলা বীরভূমি।
চারিদিকে ফুলে গাছে হলুদ সর্ষে খেত
কঙ্কালীতলা গিয়েও দেখিনি ভূতপ্রেত।
সহজপাঠের বটের তলেই বিশ্বভারতী
যেখানে তাকাই ভুবনভরা রূপের মূর্তি।
খোয়াই পারের জঙ্গলে সেই হাটবারে
সোনাঝুড়িতে শনিবার মেলা এক্কেবারে।
মাঠঘাট আর গাছের ছাওয়া ভরা এ দেশ
মনটা তোমার সবুজ হবেই পেয়ে পরিবেশ।
কবিগুরুর সব দুয়ার এখনও এঁটে খিড়কি
বাইরে থেকে বিশ্বভুবন চোখ চেয়ে দেখি।
শান্তিনিকেতন রবিঠাকুরের সেই ভুবনডাঙা
নাই বা পেলাম ঢুকতে তবু মনটা হল রাঙা।

শিল্পগ্রাম – শান্তিনিকেতন