ক্যাফে কাব্যে গৌতম বাড়ই

সেই উজ্জ্বল ধূসরিত তারা
কাকে ভালোবাসা বলে এঞ্জেলিকা ?
ভালোবাসা কি শীতকালের একফালি রোদ্দুর ?
না—–কি ঐ দূরের গোধূলি বেলায়
আস্তে আস্তে ফিকে হচ্ছে আলো!
তোমার সারাশরীর জুড়ে ছিল সেকেলে টুনিবাল্ব
সাজানো বুদবুদে লাল- নীল স্ফটিক
মনে পড়ে ?
আমি হতোদ্যম এক চিরকালের শিকারি
দূর থেকে শুধু প্রেম চুরি করে গেলাম
এঞ্জেলিকার বাগানে আজও পাখি হয়ে আসি
এঞ্জেলিকা রোদে শুকোতে দেয়
ছেঁড়া পাংশুটে প্রেমপত্রগুলি
যেন রাজদরবার থেকে ঘেঁটে বের করে আনা
চর্যাপদের পুঁথি——
কাকে ভালোবাসা বলে এঞ্জেলিকা? খুঁজে পাবে?
ভালোবাসা তো দূর নীহারিকাপুঞ্জে—-