হৈচৈ কবিতায় গৌতম বাড়ই

এপার-ওপার
ঐ যে দেখা যায় নদীর ওপার
যেখানে ছিল পূর্বের বাড়িঘর।
সেখানে সেবার এসেছিল বান
কতজন হারিয়েছিল যে প্রাণ।
জগুমামা আলোমাসি কত জন
মেজকা পিটটু আত্মীয়স্বজন।
কত কে চলে গেল জলের তলে
মনের গভীরে তারা হয়ে জ্বলে।
ওপারের সে গ্রাম আজ এপারে
ভাঙাগড়া তাই দেখেছি দুপারে।
জীবনটা আমাদের শক্তপোক্ত
স্কুলে রোজ যাই শিক্ষকের ভক্ত।
এই গাঁয়ে সব আত্মীয়-কুটুম
পায়রা ডাকে ঐ বুকুম বুকুম ।
হরিয়ালী ঢেউ সারা মাঠ জুড়ে
সবুজে আছে ছেয়ে এ ধরিত্রীরে।
এপার ওপার ভেদাভেদ নেই
ভালোবাসা নিখাদে এ-ওকে দেই।
কঠোর পরিশ্রমের বিকল্প নাই
মূলকথা মানুষ হতে হবে ভাই।