কাব্যানুশীলনে গৌতম বাড়ই

শব-সাধনা
যখন প্রচুর আনন্দ আমার ভেতরে
আমি তখন মদ্যপান করে উদযাপন করি
মদ্যপান করতে-করতে আমি একসময়
দুঃখের ভেতরে প্রবেশ করি
তখনই সেই মিরাকেল-টা ঘটে
আমার আত্মা জেগে ওঠে
আত্মা জেগে উঠলেই আমি শিস দিতে থাকি
অবিকল বাবাকে নকল করে
আর আমার শিসের মোহে
আমার বাচ্চারা আমার সামনে চলে আসে।