চায় নাকি চায়না?চিনে চিনে নিন চিনে
পাশাপাশি বসাবসি সব কিছু নেই কিনে।
লাল বাতি ঝাড় বাতি কচ্ছপ চিনে বাজী
এন্ড্রয়েডের যত এপ চিনে এপে সব রাজি।
পাহাড়ের ওপরে চিনে দেশজমি নেয় কেড়ে
তুতুলের বিজু মামা বেজিং থেকেই ফেরে।
বলে-তোদের নগর দেখে চিনে গিয়ে হবি হা!
নগর কী হতে পারে চিনে গিয়েই দেখ না।
যা কিছু যায় শোনা এই অতিমারি করোনা
তাও নাকি চিন থেকে, চিন আর মেরোনা।
চিনের মোবাইল ফোনে ছিলাম বড়ই আসক্ত
ছেড়েছুড়ে সব এপ আমরা কিন্তু দেশভক্ত!
বিজু মামা তাই বলে ওরা কাজ ছাড়া বোঝে না
ফাঁকি বাজি দেশে এখন কাজটুকু জোটে না।
তুতুলের পুতুল চ্যাঙ, তিনিও কাম ফ্রম চায়না
কালরাত থেকে বায়না ইন্ডিয়াতে থাকবো না।