পৃথিবী যে ঘুরছে এটাই বিশ্বাস করতাম না
গ্যালিলিও বা আমাদের অঙ্কের মাষ্টারমশাই
যে যাই বলুক।সবাই বলতেন-উল্লুক!
রিপ ভ্যান উইঙ্কল বেজায় বন্ধু তখন
তারপর একদিন বৈজ্ঞানিক হলাম
সবাই যে ভাবে বৈজ্ঞানিক হয়।
এইভাবে বৈজ্ঞানিক হতে গিয়ে হারিয়ে ফেললাম
আমার ডান বাঁ সবকিছু হৈমন্তী মিশেল
আর এই হারাতে হারাতে ঠিক নিঃস্ব হবার আগে
আমি আমার নিজের বৈজ্ঞানিক কে হারালাম
কিন্ত পেয়ে গেলাম ছোট বেলার চাঁদ তারা সূর্য পাহাড় নদী পাথর সবুজ ঘাস মাঠ নীল আকাশ
আর ছেলেবেলার বন্ধু রিপ ভ্যান উইঙ্কল কে
সে-টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার
বলতে বলতে আমার হাত ধরে
কখন ক্যাটস্কিল পর্বত পেরিয়ে
ঐ নক্ষত্র পুঞ্জের দিকে হাঁটলেন–
কি দরকার ছিল বন্ধু অত বেশি বৈজ্ঞানিক হবার
অত চোখ কান নাক মুখ খোলা রাখতে নেই
পৃথিবী একটি সজীব বস্তু