মেহেফিল -এ- শায়র ফাহিমা আক্তার (নির্বাচিত কবিতা)

বিবর্ণ অশ্রু
তুমি খুনী।
কিন্তু পৃথিবীর কোন আদালত
তোমার বিচার করবে না।
সত্যের কাঠগড়ায় দাঁড় করিয়ে
তোমাকে প্রশ্নে প্রশ্নে, তর্ক বির্তকে
জর্জড়িত করবে না।
অদৃশ্য মন ও কাদা মাটির দেহ মিলে
তৈরি হয় একটি সম্পূর্ণ মানুষ।
দেহকে কেউ আঘাতে আঘাতে
ক্ষতবিক্ষত করলে রক্ত ঝরে।
মহামান্য আদালত তার বিচার করেন।
কিন্তু মনকে আঘাতে চূর্ণ বিচূর্ণ করলে
চোখে অবাধ অশ্রু ঝরে।
রক্ত নোনা, অশ্রুও নোনা।
তবু এ পৃথিবীর আদালতে
কোন বিচার নেই।
বিচারের সুপারিশও নেই।
তুমি আমার মনের সাজানো বাগানকে
ভিসুভিয়াসের মত ছাড়খাড় করেছ,
সুনীল স্বপ্নগুলোকে কুচি কুচি করে কেটে
সাহারা বানিয়েছ। চক্ষুদ্বয়কে বানিয়েছ
কালো সমুদ্র। আমাকে বানিয়েছ
জীবন্ত এক লাশ। তবু পৃথিবীর কোন আদালত
তোমাকে খুনী বা অপরাধী সাব্যস্ত করছে না।
কেননা অশ্রু তো রক্তের মত রঙিন নয়, বিবর্ণ।