কাব্য কথায় দীপঙ্কর সরকার

ঔদাস্য

অপবাদ গায়ে মেখে রোদ এসে দাঁড়ায় ফুটপাথে
ঘাসের চিহ্ন ছুঁয়ে বাতাস উড়ে যায় দিগন্তে অপার ।
ভাসমান মেঘ ক্রীড়া করে জলকেলি যেন নীলিম
আকাশ চেয়ে দ্যাখে অবাক বিস্ময়ে , নদী জলে
পিঁপড়েরা সাঁতার দ্যায় ছায়াময় আশ্লেষে । স্তব্ধ
দুপুর পড়ে থাকে একা — এমন নিঃসঙ্গতা দেখেও
দ্যাখে না কানা বক বুঁদ হয়ে থাকে শিকার সন্ধানে ;
বিষণ্ণ বিকেল ফিরে যায় দীর্ঘ নিশ্বাস ফ্যালে শমী
বৃক্ষ মূলে ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।