কবিতায় দীপা সরকার

ট্রেনের কামরা ও বিচ্ছেদ
একটা ছোট কামরা
অনেক ছোট ছোট মাথা বিলাপ বাতুর
হাসফাস করছে কাঁধের গরম নিশ্বাস থেকে বাঁচার।
কখনো খিদা চিৎকার করে, কখনও অভাব ।
কখনও ক্লেশ হাঁক দেয়, কখনও ছেড়া পকেট।
কেউ বাদাম খায়, কেউ বিসলারি
গন্তব্যে পৌঁছাতে সবাই ঘামছে।
আদুরে সিঁথি খোঁজে নিরাপত্তা।
আর বিলাসী ঠোঁটের ইঙ্গিত আশ্রয়ের।
যতবার ভাবি একটা ঘুম লিখব,
কপালের ভাঁজে স্টেশন এসে দাঁড়ায়।
নামতে হবে,
মনে মনে বিচ্ছেদ বাসা বোনে।