T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় দীপঙ্কর সরকার

উপেক্ষা

আমাদের সন্দেহে থাবা বসিয়ে চলে গেছে কেউ , সে
আর ফেরেনি । তাবৎ জিঞ্জাসা রেখে উবে গেছে
অশরীরী । হাওয়ারাও জানে না কিছু কোথায় কখন
ঘটছে অঘটন , কেউ তার রাখেনি হদিস । নিজেকে
ব্যস্ত রেখে বলেছে কেবল ফিনিশ ফিনিশ , এদেশে
এমনই অনাচার ঘটে চলে অহর্নিশ । দৈবাৎ ফুলে ফেঁপে বড় হয় কেউ অনৈতিক , সকলেই সমীহ করে
তাকে , জানায় কুর্নিশ । সবাই গা সওয়া গোছের কারো বিরুদ্ধে কেউ তোলে না তর্জনী , অপবাদ বা
অপরাধ ঘটে চলে জন সমক্ষে , জনগণ তখনও থাকে নির্লিপ্ত কেমন উদাসীন ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।