|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় দীপা সরকার

নতুন বসন্ত
কত বসন্ত পেরিয়ে আজ,
প্রকট আদুরে ব্যাথারা
পলাশের ডালে উঁকি দিয়েছে।
লাল কৃষ্ণচূড়ার মতো চোখে জমাট বাঁধা অনেক জীবন্ত ব্যাথা।
আমার সব অভিমান লেখা ছিল ঠিকানা হীন চিঠিতে,
কিন্তু!
তোমার আবদারের শব্দগুলো পেয়েছে নতুন আঁচল।
আমার খোঁপায় আজ শিমুল।
তোমার গোলাপ ছিল দামী।
কোকিলের ওই কুহু কুহু ডাক!
তাই আমার জানালায় আজ গুমনামী।
আমার ভালোবাসা আজন্মকাল অবুঝ,
প্রতিটা প্রহরে গুনছি প্রতিটা আলফাস।
প্রেম নামে নক্ষত্রের কক্ষপথে
আমার মত কতনা প্রেমিকা হাড়ায়!
তাও সব বিষন্ন যামিনী পেরিয়ে –
আজও বসন্ত গল্প লেখে নতুন পাতা ঝড়ার।
আজও বসন্ত স্বপ্ন দেখায়-“যৌবনকে প্রেমে পড়ার”