T3 || শ্যামা আমার || দীপাঞ্জলী সংখ্যায় দেবব্রত রায় 

এই গুমগড়-নীরবতায়

মুঠোয় আনলিমিটেড বসন্তের হাওয়া থাকা সত্ত্বেও, এই গুমগড়-নীরবতায় দিগন্ত-রেখাটাও, যেন ছিল রুমাল, হয়ে গেল বেড়াল-টাইপের একটা বৈশাখের মরা-খাল
কুপি-লণ্ঠনের জলসায়, এক-ছটাক ছায়া দিতে না-শেখা তালগাছের ❤চেয়েও একটুকরো পোড়া- মাংসের গন্ধে, আপনি আর কপনিদের ঘচাং-ফু-পিকনিক জমে একেবারে টলোমলো – মাঝরাত
ঘরময় ছারপোকার মতো বাতের ব্যথা, জল-তেষ্টা, এসব ব্রেকফাস্ট থেকেই বুঝিয়ে দেয়, ক্যারামবোর্ডের এ পাশে কোনো বয়ফ্রেন্ড থাকে না, যার বুকপকেটে এক-কানাকড়ি-মেঘমল্লারও আর অবশিষ্ট আছে
এ ঘোর কলিতে, উত্তম-সুচিত্রা, দিলীপ-মধুবালা-মানচিত্রের পদপল্লবে একদানা রজকিনি খুঁজে পেলেও, বাজারদরের পঞ্চমুণ্ডি-আসনে বসে মাঝরাতে এরকম বিড়ি ফুঁকতে হতো না
একমাত্র মাঝরাত সাক্ষী, আমরা কীভাবে বহুরৈখিকতার দিকে এগিয়ে যাই অথবা, একটা প্রতিকূল আত্মহত্যার দিকে
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।